যদিও কোনো নির্ভরযোগ্য সূত্র নেই, এই গানটি সম্ভবত Leonard Cohen এর Famous Blue Raincoat থেকে অনুপ্রাণিত। দুটো গান এর সুরে, কথায়, এবং ভাবে যথেষ্ট সামঞ্জস্য লক্ষ্য করা যায়।
এখন সকাল, এখানে সকাল মেঘলা সকাল
মাটি ভেজা ভেজা গন্ধ
তোমার আকাশে কত তারা ভাসে তুমি দেখো না তো
তোমার জানালা বন্ধ
তোমার চিঠি কালকে পেয়েছি ক'হাজার মাইল পেরিয়ে এসেছে
তোমার কথার ছন্দ
একা একা রাত কাটানো কবরে কুয়াশা ছড়ানো ভোরের খবরে
পাওয়া না পাওয়ার দ্বন্দ
আমার এখানে একই কাদা-জল বর্ষা কালে দু'পায়ে মাখানো
বাড়িতে বাইরে সেই অবিকল একই রকম সময় কাটানো
বাবার ছানিটা, বেড়াল ছানাটা, মায়ের বোনাটা
সবই বেড়ে গেছে যাচ্ছে
রাত কেটে দিন, দিন কেটে দিন, জল ভেজা দিন
নীলাকাশী দিন আসছে
বলতে ভুলেছি সেই যে গাছটা, আধমরা সেই ফুলের গাছটা
সেই গাছটাতে নতুন কুঁড়িতে নতুন প্রাণের ছন্দ
বাঁচার সে কী আনন্দ!
আর কী জানাবো তোমাকে বলো, কথায় কথায় বৃষ্টি নামলো,
হাওয়ায় ফুলের গন্ধ
তুমি ভালো থেকো, আমি ভালো আছি,
ভালোবাসা নিও…
ভালোবাসা নিও…
তুমি ভালো থেকো।