ছেলে বেলার পাহাড় আমায় ডাকে
হাওয়ায় হাওয়ায় মায়ের গন্ধ থাকে
বিকেল বেলায় লুকোচুড়ি বাঁশের ঝাঁড়ের ফাঁকে
মায়ের গন্ধ, ঠান্ডা হাওয়ায় মায়ের গন্ধ থাকে
শীতের দুপুর রোদ মাখানো ছোট্ট দুপুর বেলা
খেলায় ছুটির দিন কাটানো সকাল দুপুর হেলায়
ছেলেবেলার রোদ মাখানো শীতের দুপুর ডাকে
লেবুর গন্ধ, হাওয়ায় কমলা লেবুর গন্ধ থাকে
সন্ধ্যে হবার খানিক আগে আমার দু'চোখ বুজে
ছেলেবেলার পাহাড়টাকে নিচ্ছি আমি খুঁজে
হঠাৎ দেখি ধুলোর চাদর আমার পাহাড় ঢাকে
ছেলেবেলা পথ হারালো কোলকাতারই বাঁকে
তবু আবার ছেলেবেলা ডাকে
ধোঁয়ায় ধুলোয় মায়ের গন্ধ থাকে